Friday, December 2, 2016

২২শে নভেম্বর

আমি ফেরত চাইছিনা আমার সেই সোনালি দিনগুলি
বলছি না ফিরিয়ে দে হাজারো রঙিন স্বপ্ন
ছেড়ে আসতে বলছিনা সব বাধন
আমি জানি তুই আসবি না।
শুধু বলব অনেক ভাল থাক আমায় ছড়া
জানি পারবি না ভুলে যেতে
আমার দেয়া দুঃসহ কষ্টগুলো
জানি ভুলতে পারবিনা 
আমার দেয়া মিথ্যে প্রতিশ্রুতি
জানি আমি মিথ্যুক আমি কাপুরুষ
তোকে ছিনিয়ে নিতে পারবোনা রক্তের বাধন ভেঙে 
শুধু এইটুকু চাইবো আমি তোর কাছে
যদি পারিস মুছে দিস
তোর জিবনের ক্যালেন্ডারের পাতা থেকে
সেই ২২ শে নভেম্বর।
জানি যোগ্যতায় আমি তোর অনেক নিচে
হয়তো তাকানোও অযোগ্যতা আমার
তবুও কেন জানি না দুঃসাহসে
জড়িয়েছিলাম তুমায়
আমার এই ক্ষুদ্র জিবনে।
যদি পারিস ক্ষমা করিস
আর ভুলে যাস ২২ শে নভেম্বর 

Friday, September 30, 2016

নিয়ন আলোর গল্প

রাস্তার ওই নিয়ন আলোর ফাকে
হলদেটে আবছা ছায়ায় খুজে ফিরি
খুজে ফিরি ল্যাম্পপোস্ট এর পাশের আধারি মাড়িয়ে
খুজে ফিরি বিবর্ণ হয়ে যাওয়া
আমার টিশার্ট এর রঙ এ
আজ আমার টিশার্ট মলিন
আজ বর্ণিল স্বপ্ন গুলো ধুসর
ধুসর আমার বাস্তবতা।  
তোর মনে আছে?
সেদিন তুই আর আমি রিকশায় বসে
তোর হাতটা আমার হাতে বন্দী
বলেছিলি আমার হবি
বিশ্বাস কর আজো সেই ল্যাম্পপোস্ট আছে
আছে সেই ধুসর রঙা  আলো
আজো সেই পথে রিকশা ছুটে যায়
আজো ছোট্ট মেয়ে গুলো হাতে ফুল নিয়ে ঘুরে বেরায়
আজো সেই আগের মতই দিন গুলি কেটে যায়
বয়ে চলে সময় তার নিজ গতিতে
যেমন টা চলছে ছুটে এই স্বার্থপর শহর
আমিও অবিরাম হেটে চলেছি এই পথে 
সবই আছে ঠিক তেমন, যেমনটা তুই থাকতে ছিল
শুধু ধুসর হয়ে গেছে মিলিয়ে যাচ্ছে আমার রঙিন স্বপ্ন গুলি
নিয়ন আলো দুমড়ে মলিন করে দিচ্ছে আমার তোকে
জানি ভাল নেই তুই
 আর আমি???
 ওইযে নিয়ন আলো। তোর বিস্ময় ভরা নিয়ন আলো

Tuesday, August 30, 2016

এলকোহল ২

হাজারো তিক্ত উত্তপ্ততায় ভরা আজ আমি এলকোহলিক
নেশাতুর আমার এই চোখ দুটি খুজে ফেরে তুমায়
কোন অশ্রাব্যতায় নয়, শত সহস্র ভালবাসায়
হৃদয় কুঠিরে তুমার বসবাস
তুমার তরেই উতসর্গ আমার নিশ্বাস 

এলকোহল ২

হাজারো তিক্ত উত্তপ্ততায় ভরা আজ আমি এলকোহলিক
নেশাতুর আমার এই চোখ দুটি খুজে ফেরে তুমায়
কোন অশ্রাব্যতায় নয়, শত সহস্র ভালবাসায়
হৃদয় কুঠিরে তুমার বসবাস
তুমার তরেই উতসর্গ আমার নিশ্বাস 

Monday, August 8, 2016

রক্তাক্ত ভালবাসা

কতই বা তার বয়স হবে? ষোলো কিংবা সতেরো
কৈশরের মাঝামাঝি সময়,
যখন ভাল লাগতে শুরু করে সব
যখন তুমার মন বাধা পরতে অপারগতা প্রকাশ করে
হয়ত তেমনি কোন এক বিকেলে ভেবেছিলে তার কথা
ভেবেছিলে তার তার অস্ফুষ্ট কথা গুলি
হয়ত ভুলই করেছিলে সেই বিকেলে
যার মাশুল গুনছ আজ এত টি বছর ধরে।
তখন তুমি কুমারী প্রতিমা অথবা স্বরসতী
অথবা ভোরের গোলাপের মত সদ্য প্রস্ফুটিত লাল টুকটুক
তার পরেই আসে খড়গ,  কখনো ভাবোনি হবে এমন।
কখনওই দেখনি সেই ভয়াল অগ্নিকুণ্ড
কেমন করে ভাববে তুমি? তুমি তো সদ্যজাত গোলাপ
কালো ভ্রমরের বিষাক্ত ছোবল তুমার বোধগম্য নয়।
তুমি আটকে গেলে ভয়াল ব্লাক স্পাইডার এর জালে।
নরকের শুরু তুমার, পুড়ে চলেছ অভিরাম।
প্রথম স্পর্শ হয়ত সুখের ছিল, হয়তো ভেবেছিলে সুন্দর আগামী
কিন্তু জানোতো সুখ সবার সয় না সখী,
তুমার প্রথম পাওয়া কিন্তু ছিল গোলাপের মতই
শুধু পার্থক্য কি জানো? গোলাপের লালে শুভ্রতা আর তোমার লালে ছিল কামনার হিংস্রতা।
তোমার যে বুকে ছিল অগাধ বিশ্বাস আর ভালবাসা,
সেই বুকে বসে গিয়েছিল হায়েনার থাবা, শুধু ভেবেছে মাংস পিন্ড
ভাবেনি ভালবাসাও থাকে সেই বুকে, ভয়াল সে থাবা
হায়েনা যখন ব্যস্ত হিংস্রতায় ভেবেও দেখেনি তুমি মৃতপ্রায়
যে অধরে থাকার কথা ভালবাসা মাখা চুম্বন
সেই অধর লাল করেছিল বিষাক্ত ছোবল।
লাল সেই গোলাপের মতই, পার্থক্য শুধু সেই আগের মতই
সেই কামনার বিষাক্ত লাল আর হিংস্রতার প্রকাশ
বোধের পরে দেখেছিলে তুমি রক্তাক্ত
বিশ্বাস কর সেদিন তুমি রক্তাক্ত ছিলে না। রক্তাক্ত হয়ে ছিল তুমার ভালবাসা
কি সুন্দর গোলাপ রঙা রঙিন ভালবাসা।
রক্তাক্ত ভালবাসা

Thursday, August 4, 2016

আধার চাঁদ



আমি আকাশের নিলিমায় তোর ছবি আঁকবো না
যদি কখনো মেঘ করে তবে আধারে ঢেকে যাবি
সাগরের পাড়ে বসে তোর জন্যে কবিতা লিখবো না
ঢেউএর হুংকারে তুই শুনতে পাবি না
আমি পূর্ণিমা চাঁদে তোর মুখ দেখবো না
তবে অমাবস্যাতিথিতে তুই আধারে মিলিয়ে যাবি
আমি বাতাসে তোর ঘ্রাণ নিবো না
তুই থাকবি ঘ্রানহীন।
যেদিন খুব মন খারাপ হবে
নিলিমায় চোখ রাখিস দেখবি তোকে নিয়ে নিলিমারা লিখছে কবিতা
সাগরে বুকে শুনবি তোর প্রতি ভালবাসার গান
কোন এক পূর্ণিমারাতে দেখবি আকাশের চাঁদ তোকে হিংসা করছে
 কারন তুই তার চেয়েও উজ্জ্বল।
সেদিন আকাশ রবে নির্লিপ্ত,
সাগর হবে ঢেউহীন

নির্লিপ্ত আকাশ

নির্লিপ্ত আকাশ

আমি আকাশের নিলিমায় তোর ছবি আঁকবো না
যদি কখনো মেঘ করে তবে আধারে ঢেকে যাবি
সাগরের পাড়ে বসে তোর জন্যে কবিতা লিখবো না
ঢেউএর হুংকারে তুই শুনতে পাবি না
আমি পূর্ণিমা চাঁদে তোর মুখ দেখবো না
তবে অমাবস্যাতিথিতে তুই আধারে মিলিয়ে যাবি
আমি বাতাসে তোর ঘ্রাণ নিবো না
তুই থাকবি ঘ্রানহীন।
যেদিন খুব মন খারাপ হবে
নিলিমায় চোখ রাখিস দেখবি তোকে নিয়ে নিলিমারা লিখছে কবিতা
সাগরে বুকে শুনবি তোর প্রতি ভালবাসার গান
কোন এক পূর্ণিমারাতে দেখবি আকাশের চাঁদ তোকে হিংসা করছে
 কারন তুই তার চেয়েও উজ্জ্বল।
সেদিন আকাশ রবে নির্লিপ্ত,
সাগর হবে ঢেউহীন

নির্লিপ্ত আকাশ

নির্লিপ্ত আকাশ

আমি আকাশের নিলিমায় তোর ছবি আঁকবো না
যদি কখনো মেঘ করে তবে আধারে ঢেকে যাবি
সাগরের পাড়ে বসে তোর জন্যে কবিতা লিখবো না
ঢেউএর হুংকারে তুই শুনতে পাবি না
আমি পূর্ণিমা চাঁদে তোর মুখ দেখবো না
তবে অমাবস্যাতিথিতে তুই আধারে মিলিয়ে যাবি
আমি বাতাসে তোর ঘ্রাণ নিবো না
তুই থাকবি ঘ্রানহীন।
যেদিন খুব মন খারাপ হবে
নিলিমায় চোখ রাখিস দেখবি তোকে নিয়ে নিলিমারা লিখছে কবিতা
সাগরে বুকে শুনবি তোর প্রতি ভালবাসার গান
কোন এক পূর্ণিমারাতে দেখবি আকাশের চাঁদ তোকে হিংসা করছে
 কারন তুই তার চেয়েও উজ্জ্বল।
সেদিন আকাশ রবে নির্লিপ্ত,
সাগর হবে ঢেউহীন

আধার চাঁদ



আমি আকাশের নিলিমায় তোর ছবি আঁকবো না
যদি কখনো মেঘ করে তবে আধারে ঢেকে যাবি
সাগরের পাড়ে বসে তোর জন্যে কবিতা লিখবো না
ঢেউএর হুংকারে তুই শুনতে পাবি না
আমি পূর্ণিমা চাঁদে তোর মুখ দেখবো না
তবে অমাবস্যাতিথিতে তুই আধারে মিলিয়ে যাবি
আমি বাতাসে তোর ঘ্রাণ নিবো না
তুই থাকবি ঘ্রানহীন।
যেদিন খুব মন খারাপ হবে
নিলিমায় চোখ রাখিস দেখবি তোকে নিয়ে নিলিমারা লিখছে কবিতা
সাগরে বুকে শুনবি তোর প্রতি ভালবাসার গান
কোন এক পূর্ণিমারাতে দেখবি আকাশের চাঁদ তোকে হিংসা করছে
 কারন তুই তার চেয়েও উজ্জ্বল।
সেদিন আকাশ রবে নির্লিপ্ত,
সাগর হবে ঢেউহীন

Tuesday, June 28, 2016

নির্লিপ্ত আকাশ

ভালবাসি তুমায়
ভরা এই অপূর্ণতায়
নিঃশব্দ এই স্থব্দ নিলীমায়
যেখানে আকাশেরা রক্তিম
যেখানে কষ্টেরা অসীম
যেখানে খেলা করে বিষাক্ত বাতাস
যেখানে গর্জে উঠে নির্লিপ্ত আকাশ।

Sunday, June 19, 2016

প্রিয়তমা

তুমি সুন্দর
সূর্যের তীব্রতায় জলে উঠ দূত্যিময় রত্ন তুমি
খড়তাপ মুছে দিয়ে
বরষার প্রশান্তি নামাও
হাসিতে তুমার
সারতের বাতাসে
তুমার অস্ফুট গভির বাণী
হেমন্তের ঝড়া পাতায়
তুমারি বন্দনা
নিঃসংগ শীতের মতই
 তুমি অচেনা সুদুর
বসন্তের যৌবন তুমি
হে সুন্দর আমার প্রিয়তমা

Saturday, June 18, 2016

সিগারেট ২

চোখ দুটো লাল জলজলে
চুলে চিরুনি পরেনা অনেক দিন
উষ্কখুষ্ক চেহারা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে একা
ভাবছি চলার রাস্তা সংকীর্ণ সামনে
কিছু উতসুক চোখ ভ্রু কুচকে তাকিয়ে
চাহনিতে অবহেলা আর তাচ্ছিল্য
আর আমি??
হাতে আধ খাওয়া সিগারেট জলছে
দিগন্তের পানে তাকিয়ে ভাবছি অতিত স্মৃতী
যেখানে ছিল সুখি জিবনের উচ্ছাস
ছিলনা গভীর কালো আধার
 ছিলনা মেঘের ঘনঘটা
হঠাত জৈষ্ঠের শেষে কালবোশেখির আঘাত
 চুরমার করে দিল স্বপ্ন গুলো
 ছিনিয়ে নিল বেচে থাকার অবলম্বন
এমনটা তো কথা ছিল না কেন হল?
বলতে পার?

Tuesday, June 7, 2016

স্মৃতি কথা



তোমায় নিয়ে লিখব ভাবছি নতুন একটি কবিতা
তাইতো আমি ক্যানভাস খুলে দেখছি আমার প্রিয় ছবিটা
মনে পরে? সেই সকালে ছিলাম বসে পাশাপাশি
তুমার ওই ঠোটের কোনে ছিল লাজুক মিষ্টি হাসি
বলেছিলাম হাতটি ধরে, হাসলে তুমায় দারুন লাগে
তাই শুনে বলেছিলে যা এইভাবে বলা লাগে?
আমার বুঝি লাজ লাগে না?
মনে পরে সেই বিকেলে বসে দুজন মাঠের ধারে
বুনেছিলাম স্বপ্ন রঙিন, সবুজ ওই ধানের শীষে।
সেদিনের সেই শেষ বেলাতে কান্না ছিল তোর নয়নে
কান্না সে দুঃখের নয় ছিল ভালবাসা মিশে।
তার মাঝেই অনেকটা দিন কেটে গেছে সুখে দুঃখে
মিষ্টি মধুর অভিমানে হেটেছি এই সুদুর পানে
প্রয়োজনে সুদুর পথে হেটেছিস তুই নির্জনে
খুজেছিলি হাতগুলি মোর একা তবু সংগোপনে
ভালবাসার মায়ায় ঘেরা আমাদের এই ছোট্ট জীবন
ছিলাম আছি থাকব দুজন

<3

Sunday, April 24, 2016

অপেক্ষা



অপেক্ষা............

তুমি কি মরুর বুকে মরিচিকা?
যাকে দেখা যায় আবার যায় না ।
তুমি কি আকাশের বুকে চাঁদ ?
যাকে দেখা যায় ছোয়া যায় না ।
তুমি কি সাগরের বুকে নিলিমা?
যাকে দেখা যায় অনুভব করা যায় না ।
তুমি কি গভীর ঘুমে রঙ্গিন স্বপ্ন?
যাকে অনুভব করা যায় পাওয়া যায় না ।
নাকি তুমি সাগরের বুকে নদীর মিলন ?
যাকে কখনো ছিন্ন করা যায় না ।
তুমি কি পাহাড়ের চূড়ায় এক ফালি চাঁদ?
যার জ্যোৎস্না জড়িয়ে ধরে আমায়,
কে তুমি?????
তুমি কি সেই ?????
যাকে আমি খুজে পাই মরুর মরিচিকায়
নাকি সে?
যাকে আমি দেখি আকাশের ওই চাদে,
তুমি কি আমার সাগরের বুকে নিলিমা???
নাকি আমার গভির ঘুমের আবেগী স্বপ্ন?
তুমি কি আমার হৃত্পিণ্ড যাকে ছিন্ন করা যায় না?
পাহাড়ের চূড়ায় চাদের আলো হয়ে
উষ্ণ ভালোবাসায় জড়িয়ে ধরো আমায়
অপেক্ষায় থাকব, উত্তর দিও
ভালোবাসায়, আবেগে, উষ্ণতায় জড়িয়ে
উত্তর দিও……………

(Please don't make any copy paste)

আকাশ এবং তুমি

 আকাশ এবং তুমি
.
মাঝে মাঝে খুব ইচ্ছে করে আকাশ হয়ে যাই
কেন জানি আকাশ আমার খুব ভাল লাগে্
তুমি কি জানো আকাশ আমার কেনো ভালো লাগে?????
আমি ও জানি না কেনো আকাশ আমার ভালো লাগে…
আমার মনে হয় কি জানো????
যদি আকাশ হতে পারতাম তাহলে তুমায় আগলে রাখতাম
যেমন টা রাখে ঝিনুক তার বুকে রুপালি মুক্ত গুলি কে্,
যদি কখনো কান্না পায় তবে
আমার চোখের অশ্রু কণা গুলি বৃষ্টি হয়ে ঝড়ে পরত তোমার গায়ে
আমি জানি মেঘলা আকাশ তোমার পছন্দ না
তবুও না হয় তোমায় একটু রাগিয়ে দিতাম মেঘলা হয়ে
পরক্ষনেই রামধনুর সাত রং এ তোমার মন ভালো করার চেষ্টা করতাম
আমি জানি রামধনু তোমার ভাল লাগে
যদি আকাশ হতে পারতাম তবে তোমার উচ্ছাস মাখা হাসি দেখে
 আমি ও না হয় একটু হাসতাম।
তুমি কি আমায় আকাশ হতে দিবে?????
তুমি কি আমার বুকে মুখ লুকাবে???
ওই ঝিনুকের মত করে ,
তুমি কি আমার ঝড়ে পরা অশ্রু কণা গুলি গায়ে মাখাবে????
ওই গাছের মত করে, যে বেচে থাকার জন্য বৃষ্টি গায়ে মাখে…।
আমি মেঘলা হয়ে তুমায় রাগিয়ে দিতে চাই
একটু রাগ করবে? আমায় শাষন করার জন্যে …।
আমি রামধনু হয়ে তোমার মুখে হাসি ফুটাতে চাই।।
প্রিয়তমা আমি আকাশ হতে চাই ।

Monday, April 18, 2016

নিকোটিন




সেদিন অনেক কেঁদেছিলাম
বিশ্বাস কর কাঁদতে আমার ভালো লাগে না
নিকোটিনের গন্ধে আমার দম বন্ধ হয়ে আসে
সেদিন মনে হচ্ছিলো নিকোটিনের নেশায় হারিয়ে যেতে
নিঃসঙ্গতা খুব অসহ্য লাগে আমার
এখন আমি আর নিঃসঙ্গ নই
যখন আমার নিঃসঙ্গ লাগে
মনের ক্যানভাসে তোমায় আকি