অপেক্ষা............
তুমি কি মরুর বুকে মরিচিকা?
যাকে দেখা যায় আবার যায় না ।
তুমি কি আকাশের বুকে চাঁদ ?
যাকে দেখা যায় ছোয়া যায় না ।
তুমি কি সাগরের বুকে নিলিমা?
যাকে দেখা যায় অনুভব করা যায় না ।
তুমি কি গভীর ঘুমে রঙ্গিন স্বপ্ন?
যাকে অনুভব করা যায় পাওয়া যায় না ।
নাকি তুমি সাগরের বুকে নদীর মিলন ?
যাকে কখনো ছিন্ন করা যায় না ।
তুমি কি পাহাড়ের চূড়ায় এক ফালি চাঁদ?
যার জ্যোৎস্না জড়িয়ে ধরে আমায়,
কে তুমি?????
তুমি কি সেই ?????
যাকে আমি খুজে পাই মরুর মরিচিকায়
নাকি সে?
যাকে আমি দেখি আকাশের ওই চাদে,
তুমি কি আমার সাগরের বুকে নিলিমা???
নাকি আমার গভির ঘুমের আবেগী স্বপ্ন?
তুমি কি আমার হৃত্পিণ্ড যাকে ছিন্ন করা যায় না?
পাহাড়ের চূড়ায় চাদের আলো হয়ে
উষ্ণ ভালোবাসায় জড়িয়ে ধরো আমায়
অপেক্ষায় থাকব, উত্তর দিও
ভালোবাসায়, আবেগে, উষ্ণতায় জড়িয়ে
উত্তর দিও……………
(Please don't make any copy paste)
No comments:
Post a Comment