তোমায় নিয়ে লিখব ভাবছি নতুন একটি কবিতা
তাইতো আমি ক্যানভাস খুলে দেখছি আমার প্রিয় ছবিটা
মনে পরে? সেই সকালে ছিলাম বসে পাশাপাশি
তুমার ওই ঠোটের কোনে ছিল লাজুক মিষ্টি হাসি
বলেছিলাম হাতটি ধরে, হাসলে তুমায় দারুন লাগে
তাই শুনে বলেছিলে যা এইভাবে বলা লাগে?
আমার বুঝি লাজ লাগে না?
মনে পরে সেই বিকেলে বসে দুজন মাঠের ধারে
বুনেছিলাম স্বপ্ন রঙিন, সবুজ ওই ধানের শীষে।
সেদিনের সেই শেষ বেলাতে কান্না ছিল তোর নয়নে
কান্না সে দুঃখের নয় ছিল ভালবাসা মিশে।
তার মাঝেই অনেকটা দিন কেটে গেছে সুখে দুঃখে
মিষ্টি মধুর অভিমানে হেটেছি এই সুদুর পানে
প্রয়োজনে সুদুর পথে হেটেছিস তুই নির্জনে
খুজেছিলি হাতগুলি মোর একা তবু সংগোপনে
ভালবাসার মায়ায় ঘেরা আমাদের এই ছোট্ট জীবন
ছিলাম আছি থাকব দুজন
<3
No comments:
Post a Comment