Saturday, June 18, 2016

সিগারেট ২

চোখ দুটো লাল জলজলে
চুলে চিরুনি পরেনা অনেক দিন
উষ্কখুষ্ক চেহারা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে একা
ভাবছি চলার রাস্তা সংকীর্ণ সামনে
কিছু উতসুক চোখ ভ্রু কুচকে তাকিয়ে
চাহনিতে অবহেলা আর তাচ্ছিল্য
আর আমি??
হাতে আধ খাওয়া সিগারেট জলছে
দিগন্তের পানে তাকিয়ে ভাবছি অতিত স্মৃতী
যেখানে ছিল সুখি জিবনের উচ্ছাস
ছিলনা গভীর কালো আধার
 ছিলনা মেঘের ঘনঘটা
হঠাত জৈষ্ঠের শেষে কালবোশেখির আঘাত
 চুরমার করে দিল স্বপ্ন গুলো
 ছিনিয়ে নিল বেচে থাকার অবলম্বন
এমনটা তো কথা ছিল না কেন হল?
বলতে পার?

No comments:

Post a Comment