তুমি সুন্দর
সূর্যের তীব্রতায় জলে উঠ দূত্যিময় রত্ন তুমি
খড়তাপ মুছে দিয়ে
বরষার প্রশান্তি নামাও
হাসিতে তুমার
সারতের বাতাসে
তুমার অস্ফুট গভির বাণী
হেমন্তের ঝড়া পাতায়
তুমারি বন্দনা
নিঃসংগ শীতের মতই
তুমি অচেনা সুদুর
বসন্তের যৌবন তুমি
হে সুন্দর আমার প্রিয়তমা
সূর্যের তীব্রতায় জলে উঠ দূত্যিময় রত্ন তুমি
খড়তাপ মুছে দিয়ে
বরষার প্রশান্তি নামাও
হাসিতে তুমার
সারতের বাতাসে
তুমার অস্ফুট গভির বাণী
হেমন্তের ঝড়া পাতায়
তুমারি বন্দনা
নিঃসংগ শীতের মতই
তুমি অচেনা সুদুর
বসন্তের যৌবন তুমি
হে সুন্দর আমার প্রিয়তমা
No comments:
Post a Comment