Sunday, April 24, 2016

আকাশ এবং তুমি

 আকাশ এবং তুমি
.
মাঝে মাঝে খুব ইচ্ছে করে আকাশ হয়ে যাই
কেন জানি আকাশ আমার খুব ভাল লাগে্
তুমি কি জানো আকাশ আমার কেনো ভালো লাগে?????
আমি ও জানি না কেনো আকাশ আমার ভালো লাগে…
আমার মনে হয় কি জানো????
যদি আকাশ হতে পারতাম তাহলে তুমায় আগলে রাখতাম
যেমন টা রাখে ঝিনুক তার বুকে রুপালি মুক্ত গুলি কে্,
যদি কখনো কান্না পায় তবে
আমার চোখের অশ্রু কণা গুলি বৃষ্টি হয়ে ঝড়ে পরত তোমার গায়ে
আমি জানি মেঘলা আকাশ তোমার পছন্দ না
তবুও না হয় তোমায় একটু রাগিয়ে দিতাম মেঘলা হয়ে
পরক্ষনেই রামধনুর সাত রং এ তোমার মন ভালো করার চেষ্টা করতাম
আমি জানি রামধনু তোমার ভাল লাগে
যদি আকাশ হতে পারতাম তবে তোমার উচ্ছাস মাখা হাসি দেখে
 আমি ও না হয় একটু হাসতাম।
তুমি কি আমায় আকাশ হতে দিবে?????
তুমি কি আমার বুকে মুখ লুকাবে???
ওই ঝিনুকের মত করে ,
তুমি কি আমার ঝড়ে পরা অশ্রু কণা গুলি গায়ে মাখাবে????
ওই গাছের মত করে, যে বেচে থাকার জন্য বৃষ্টি গায়ে মাখে…।
আমি মেঘলা হয়ে তুমায় রাগিয়ে দিতে চাই
একটু রাগ করবে? আমায় শাষন করার জন্যে …।
আমি রামধনু হয়ে তোমার মুখে হাসি ফুটাতে চাই।।
প্রিয়তমা আমি আকাশ হতে চাই ।

No comments:

Post a Comment