Monday, April 18, 2016

নিকোটিন




সেদিন অনেক কেঁদেছিলাম
বিশ্বাস কর কাঁদতে আমার ভালো লাগে না
নিকোটিনের গন্ধে আমার দম বন্ধ হয়ে আসে
সেদিন মনে হচ্ছিলো নিকোটিনের নেশায় হারিয়ে যেতে
নিঃসঙ্গতা খুব অসহ্য লাগে আমার
এখন আমি আর নিঃসঙ্গ নই
যখন আমার নিঃসঙ্গ লাগে
মনের ক্যানভাসে তোমায় আকি

No comments:

Post a Comment