কতই বা তার বয়স হবে? ষোলো কিংবা সতেরো
কৈশরের মাঝামাঝি সময়,
যখন ভাল লাগতে শুরু করে সব
যখন তুমার মন বাধা পরতে অপারগতা প্রকাশ করে
হয়ত তেমনি কোন এক বিকেলে ভেবেছিলে তার কথা
ভেবেছিলে তার তার অস্ফুষ্ট কথা গুলি
হয়ত ভুলই করেছিলে সেই বিকেলে
যার মাশুল গুনছ আজ এত টি বছর ধরে।
তখন তুমি কুমারী প্রতিমা অথবা স্বরসতী
অথবা ভোরের গোলাপের মত সদ্য প্রস্ফুটিত লাল টুকটুক
তার পরেই আসে খড়গ, কখনো ভাবোনি হবে এমন।
কখনওই দেখনি সেই ভয়াল অগ্নিকুণ্ড
কেমন করে ভাববে তুমি? তুমি তো সদ্যজাত গোলাপ
কালো ভ্রমরের বিষাক্ত ছোবল তুমার বোধগম্য নয়।
তুমি আটকে গেলে ভয়াল ব্লাক স্পাইডার এর জালে।
নরকের শুরু তুমার, পুড়ে চলেছ অভিরাম।
প্রথম স্পর্শ হয়ত সুখের ছিল, হয়তো ভেবেছিলে সুন্দর আগামী
কিন্তু জানোতো সুখ সবার সয় না সখী,
তুমার প্রথম পাওয়া কিন্তু ছিল গোলাপের মতই
শুধু পার্থক্য কি জানো? গোলাপের লালে শুভ্রতা আর তোমার লালে ছিল কামনার হিংস্রতা।
তোমার যে বুকে ছিল অগাধ বিশ্বাস আর ভালবাসা,
সেই বুকে বসে গিয়েছিল হায়েনার থাবা, শুধু ভেবেছে মাংস পিন্ড
ভাবেনি ভালবাসাও থাকে সেই বুকে, ভয়াল সে থাবা
হায়েনা যখন ব্যস্ত হিংস্রতায় ভেবেও দেখেনি তুমি মৃতপ্রায়
যে অধরে থাকার কথা ভালবাসা মাখা চুম্বন
সেই অধর লাল করেছিল বিষাক্ত ছোবল।
লাল সেই গোলাপের মতই, পার্থক্য শুধু সেই আগের মতই
সেই কামনার বিষাক্ত লাল আর হিংস্রতার প্রকাশ
বোধের পরে দেখেছিলে তুমি রক্তাক্ত
বিশ্বাস কর সেদিন তুমি রক্তাক্ত ছিলে না। রক্তাক্ত হয়ে ছিল তুমার ভালবাসা
কি সুন্দর গোলাপ রঙা রঙিন ভালবাসা।
রক্তাক্ত ভালবাসা
কৈশরের মাঝামাঝি সময়,
যখন ভাল লাগতে শুরু করে সব
যখন তুমার মন বাধা পরতে অপারগতা প্রকাশ করে
হয়ত তেমনি কোন এক বিকেলে ভেবেছিলে তার কথা
ভেবেছিলে তার তার অস্ফুষ্ট কথা গুলি
হয়ত ভুলই করেছিলে সেই বিকেলে
যার মাশুল গুনছ আজ এত টি বছর ধরে।
তখন তুমি কুমারী প্রতিমা অথবা স্বরসতী
অথবা ভোরের গোলাপের মত সদ্য প্রস্ফুটিত লাল টুকটুক
তার পরেই আসে খড়গ, কখনো ভাবোনি হবে এমন।
কখনওই দেখনি সেই ভয়াল অগ্নিকুণ্ড
কেমন করে ভাববে তুমি? তুমি তো সদ্যজাত গোলাপ
কালো ভ্রমরের বিষাক্ত ছোবল তুমার বোধগম্য নয়।
তুমি আটকে গেলে ভয়াল ব্লাক স্পাইডার এর জালে।
নরকের শুরু তুমার, পুড়ে চলেছ অভিরাম।
প্রথম স্পর্শ হয়ত সুখের ছিল, হয়তো ভেবেছিলে সুন্দর আগামী
কিন্তু জানোতো সুখ সবার সয় না সখী,
তুমার প্রথম পাওয়া কিন্তু ছিল গোলাপের মতই
শুধু পার্থক্য কি জানো? গোলাপের লালে শুভ্রতা আর তোমার লালে ছিল কামনার হিংস্রতা।
তোমার যে বুকে ছিল অগাধ বিশ্বাস আর ভালবাসা,
সেই বুকে বসে গিয়েছিল হায়েনার থাবা, শুধু ভেবেছে মাংস পিন্ড
ভাবেনি ভালবাসাও থাকে সেই বুকে, ভয়াল সে থাবা
হায়েনা যখন ব্যস্ত হিংস্রতায় ভেবেও দেখেনি তুমি মৃতপ্রায়
যে অধরে থাকার কথা ভালবাসা মাখা চুম্বন
সেই অধর লাল করেছিল বিষাক্ত ছোবল।
লাল সেই গোলাপের মতই, পার্থক্য শুধু সেই আগের মতই
সেই কামনার বিষাক্ত লাল আর হিংস্রতার প্রকাশ
বোধের পরে দেখেছিলে তুমি রক্তাক্ত
বিশ্বাস কর সেদিন তুমি রক্তাক্ত ছিলে না। রক্তাক্ত হয়ে ছিল তুমার ভালবাসা
কি সুন্দর গোলাপ রঙা রঙিন ভালবাসা।
রক্তাক্ত ভালবাসা
No comments:
Post a Comment