আমি আকাশের নিলিমায় তোর ছবি আঁকবো না
যদি কখনো মেঘ করে তবে আধারে ঢেকে যাবি
সাগরের পাড়ে বসে তোর জন্যে কবিতা লিখবো না
ঢেউএর হুংকারে তুই শুনতে পাবি না
আমি পূর্ণিমা চাঁদে তোর মুখ দেখবো না
তবে অমাবস্যাতিথিতে তুই আধারে মিলিয়ে যাবি
আমি বাতাসে তোর ঘ্রাণ নিবো না
তুই থাকবি ঘ্রানহীন।
যেদিন খুব মন খারাপ হবে
নিলিমায় চোখ রাখিস দেখবি তোকে নিয়ে নিলিমারা লিখছে কবিতা
সাগরে বুকে শুনবি তোর প্রতি ভালবাসার গান
কোন এক পূর্ণিমারাতে দেখবি আকাশের চাঁদ তোকে হিংসা করছে
কারন তুই তার চেয়েও উজ্জ্বল।
সেদিন আকাশ রবে নির্লিপ্ত,
সাগর হবে ঢেউহীন
No comments:
Post a Comment