রাস্তার ওই নিয়ন আলোর ফাকে
হলদেটে আবছা ছায়ায় খুজে ফিরি
খুজে ফিরি ল্যাম্পপোস্ট এর পাশের আধারি মাড়িয়ে
খুজে ফিরি বিবর্ণ হয়ে যাওয়া
আমার টিশার্ট এর রঙ এ
আজ আমার টিশার্ট মলিন
আজ বর্ণিল স্বপ্ন গুলো ধুসর
ধুসর আমার বাস্তবতা।
তোর মনে আছে?
সেদিন তুই আর আমি রিকশায় বসে
তোর হাতটা আমার হাতে বন্দী
বলেছিলি আমার হবি
বিশ্বাস কর আজো সেই ল্যাম্পপোস্ট আছে
আছে সেই ধুসর রঙা আলো
আজো সেই পথে রিকশা ছুটে যায়
আজো ছোট্ট মেয়ে গুলো হাতে ফুল নিয়ে ঘুরে বেরায়
আজো সেই আগের মতই দিন গুলি কেটে যায়
বয়ে চলে সময় তার নিজ গতিতে
যেমন টা চলছে ছুটে এই স্বার্থপর শহর
আমিও অবিরাম হেটে চলেছি এই পথে
সবই আছে ঠিক তেমন, যেমনটা তুই থাকতে ছিল
শুধু ধুসর হয়ে গেছে মিলিয়ে যাচ্ছে আমার রঙিন স্বপ্ন গুলি
নিয়ন আলো দুমড়ে মলিন করে দিচ্ছে আমার তোকে
জানি ভাল নেই তুই
আর আমি???
ওইযে নিয়ন আলো। তোর বিস্ময় ভরা নিয়ন আলো
No comments:
Post a Comment