Friday, December 2, 2016

২২শে নভেম্বর

আমি ফেরত চাইছিনা আমার সেই সোনালি দিনগুলি
বলছি না ফিরিয়ে দে হাজারো রঙিন স্বপ্ন
ছেড়ে আসতে বলছিনা সব বাধন
আমি জানি তুই আসবি না।
শুধু বলব অনেক ভাল থাক আমায় ছড়া
জানি পারবি না ভুলে যেতে
আমার দেয়া দুঃসহ কষ্টগুলো
জানি ভুলতে পারবিনা 
আমার দেয়া মিথ্যে প্রতিশ্রুতি
জানি আমি মিথ্যুক আমি কাপুরুষ
তোকে ছিনিয়ে নিতে পারবোনা রক্তের বাধন ভেঙে 
শুধু এইটুকু চাইবো আমি তোর কাছে
যদি পারিস মুছে দিস
তোর জিবনের ক্যালেন্ডারের পাতা থেকে
সেই ২২ শে নভেম্বর।
জানি যোগ্যতায় আমি তোর অনেক নিচে
হয়তো তাকানোও অযোগ্যতা আমার
তবুও কেন জানি না দুঃসাহসে
জড়িয়েছিলাম তুমায়
আমার এই ক্ষুদ্র জিবনে।
যদি পারিস ক্ষমা করিস
আর ভুলে যাস ২২ শে নভেম্বর 

No comments:

Post a Comment