একদিন এক গুচ্ছ গোলাপ কিনবো
লাল টকটকে গোলাপ
হাটবো দুজন পাশাপাশি
সেদিনের মত হাত ধরে।
এক গুচ্ছ গোলাপ ধরিয়ে দিবো তোমার মেহেদী রাঙা হাতে।
তোমার খোপায় গুজবো না
তোমার হাতেই খুব সুন্দর মানায়
লাল কটকটে গোলাপ।
দুটো বেলি ফুলের মালাও কিনবো
আর কিনবো এক গুচ্ছ রঙিন চুড়ি।
নীল রঙা শাড়ী পড়বে তুমি
হাতে বাহারি চুড়ি
খোপায় বেলীফুলের মালা
আর ঠোটে এক চিলতে হাসি
তুমি জানো??
অপূর্ব লাগবে কিন্তু তোমায়
তুমি জানো?
গোলাপের রঙ এখন আর আগের মত রঙিন নেই
কেমন যেন বর্ণহীন লাগে
তোমার ছোঁয়ায় আবার তারা রঙিন হবে
এক গুচ্ছ গোলাপ দিবো তোমার হাতে
এক গুচ্ছ গোলাপ।
ভেবো না খোপায় বেলিফুলের মালাও দিবো
অপূর্ব লাগবে তোমায়, বিশ্বাস কর
লাল গোলাপ, সাদা বেলিফুল, আর নীল শাড়ী।
সাথে কাচা বেলির গন্ধ
বিশ্বাস কর অপূর্ব লাগবে তোমায়।
বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে
আমার প্রিয় সোডিয়াম আলো জ্বলবে
আমরা হটব হাত ধরে এই তিলোত্তমা জুড়ে
আর খুব আস্তে তোমার কানে বলব
ভালবাসি নিয়ন আলো, ভালবাসি তোমায়
Saturday, April 15, 2017
এক গুচ্ছ গোলাপ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment