Tuesday, June 28, 2016

নির্লিপ্ত আকাশ

ভালবাসি তুমায়
ভরা এই অপূর্ণতায়
নিঃশব্দ এই স্থব্দ নিলীমায়
যেখানে আকাশেরা রক্তিম
যেখানে কষ্টেরা অসীম
যেখানে খেলা করে বিষাক্ত বাতাস
যেখানে গর্জে উঠে নির্লিপ্ত আকাশ।

Sunday, June 19, 2016

প্রিয়তমা

তুমি সুন্দর
সূর্যের তীব্রতায় জলে উঠ দূত্যিময় রত্ন তুমি
খড়তাপ মুছে দিয়ে
বরষার প্রশান্তি নামাও
হাসিতে তুমার
সারতের বাতাসে
তুমার অস্ফুট গভির বাণী
হেমন্তের ঝড়া পাতায়
তুমারি বন্দনা
নিঃসংগ শীতের মতই
 তুমি অচেনা সুদুর
বসন্তের যৌবন তুমি
হে সুন্দর আমার প্রিয়তমা

Saturday, June 18, 2016

সিগারেট ২

চোখ দুটো লাল জলজলে
চুলে চিরুনি পরেনা অনেক দিন
উষ্কখুষ্ক চেহারা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে একা
ভাবছি চলার রাস্তা সংকীর্ণ সামনে
কিছু উতসুক চোখ ভ্রু কুচকে তাকিয়ে
চাহনিতে অবহেলা আর তাচ্ছিল্য
আর আমি??
হাতে আধ খাওয়া সিগারেট জলছে
দিগন্তের পানে তাকিয়ে ভাবছি অতিত স্মৃতী
যেখানে ছিল সুখি জিবনের উচ্ছাস
ছিলনা গভীর কালো আধার
 ছিলনা মেঘের ঘনঘটা
হঠাত জৈষ্ঠের শেষে কালবোশেখির আঘাত
 চুরমার করে দিল স্বপ্ন গুলো
 ছিনিয়ে নিল বেচে থাকার অবলম্বন
এমনটা তো কথা ছিল না কেন হল?
বলতে পার?

Tuesday, June 7, 2016

স্মৃতি কথা



তোমায় নিয়ে লিখব ভাবছি নতুন একটি কবিতা
তাইতো আমি ক্যানভাস খুলে দেখছি আমার প্রিয় ছবিটা
মনে পরে? সেই সকালে ছিলাম বসে পাশাপাশি
তুমার ওই ঠোটের কোনে ছিল লাজুক মিষ্টি হাসি
বলেছিলাম হাতটি ধরে, হাসলে তুমায় দারুন লাগে
তাই শুনে বলেছিলে যা এইভাবে বলা লাগে?
আমার বুঝি লাজ লাগে না?
মনে পরে সেই বিকেলে বসে দুজন মাঠের ধারে
বুনেছিলাম স্বপ্ন রঙিন, সবুজ ওই ধানের শীষে।
সেদিনের সেই শেষ বেলাতে কান্না ছিল তোর নয়নে
কান্না সে দুঃখের নয় ছিল ভালবাসা মিশে।
তার মাঝেই অনেকটা দিন কেটে গেছে সুখে দুঃখে
মিষ্টি মধুর অভিমানে হেটেছি এই সুদুর পানে
প্রয়োজনে সুদুর পথে হেটেছিস তুই নির্জনে
খুজেছিলি হাতগুলি মোর একা তবু সংগোপনে
ভালবাসার মায়ায় ঘেরা আমাদের এই ছোট্ট জীবন
ছিলাম আছি থাকব দুজন

<3