Monday, October 5, 2020

বাংলাদেশ

সত্যি কথা সর্বদা বলতে নেই
 বলতে নেই তুমি নির্লজ্জ এক পতাকা
কলংকিত এক মানচিত্র
শকুনেরা ছিড়ে খুবলে খাচ্ছে
উন্মত্ব হায়েনার দল ছুটছে
পিশাচেরা নিমজ্জিত রক্তের হলি খেলায়
বিচারক আজ অন্ধ
 বলতে নেই তুমি ব্যার্থ
 যদি বল তবে হয়ে যাবে কোন এক সংবাদের শিরোনাম মাত্র
কে এই তুমি?? 
তুমিই কি বাংলাদেশ?

Sunday, July 14, 2019

তুমি আসবে বলে

অবিরাম অন্তহীন ছুটে চলেছি
ভ্যালেত্তা থেকে রোম
সিস্টাইন চ্যাপেল থেকে কোলসিয়াম
আটলান্টিকের পাড় ঘেষে ছুটে চলেছি
প্যারিস মাড়িয়ে বার্লিনের পথে
ছুটে চলেছি মাদ্রিদ হয়ে প্রাগ, স্টকহোম
ধবধবে সাদা এল ই ডি বাতি শহরের আনাচে-কানাচে
হলদেটে নিয়ন বাতি হারিয়েছে সোডিয়ামের স্রোতে
বিলুপ্তপ্রায় রাতের জোনাকির আলো
শত বর্ষী ভ্যাটিকান, ভেনিস দাঁড়িয়ে আছে সমহীমায়
রোমিও- জুলিয়েটের শহর ভেরোনা
দাঁড়িয়ে আছে অপার ভালবাসায়
শুধু একা তুমি বসে আছো
হাজার মাইল দূরের আমার তিলোত্তমা ঢাকায়।
জানো? শুধু তোমার শোকে শুকিয়ে যাচ্ছে সুইজারল্যান্ডের স্বচ্ছ পানির লেক
আবেশহীন হয়ে যাচ্ছে সাদা বরফে ঢাকা পাহাড়
সবাই দাঁড়িয়ে আছে তোমার ছোয়া পেতে
তুমি আসবে বলে,  তোমার অপেক্ষায়।

Saturday, August 12, 2017

শিরোনামহীন

আমার কবিতার খাতা আজ শুন্য
কালো কী বোর্ড আজ বর্ণ হীন
মুছে গেছে বর্ণমালা
পরে আছে ছিন্ন পাতা।
ছন্দহীন আজ কুহুতান
ছিন্ন সকল পিছুটান।
সেদিনের অসহ্য বিষাক্ত ধোয়া
আজ আমার খুব আপন
আজ আমার সবচেয়ে প্রিয় সে
যে ছিল খুব অপ্রিয়

Saturday, April 15, 2017

এক গুচ্ছ গোলাপ

একদিন এক গুচ্ছ গোলাপ কিনবো
লাল টকটকে গোলাপ
হাটবো দুজন পাশাপাশি
সেদিনের মত হাত ধরে।
এক গুচ্ছ গোলাপ ধরিয়ে দিবো তোমার মেহেদী রাঙা হাতে।
তোমার খোপায় গুজবো না
তোমার হাতেই খুব সুন্দর মানায়
লাল কটকটে গোলাপ।
দুটো বেলি ফুলের মালাও কিনবো
আর কিনবো এক গুচ্ছ রঙিন চুড়ি।
নীল রঙা শাড়ী পড়বে তুমি
হাতে বাহারি চুড়ি
খোপায় বেলীফুলের মালা
আর ঠোটে এক চিলতে হাসি
তুমি জানো??
অপূর্ব লাগবে কিন্তু তোমায়
তুমি জানো?
গোলাপের রঙ এখন আর আগের মত রঙিন নেই
কেমন যেন বর্ণহীন লাগে
তোমার ছোঁয়ায় আবার তারা রঙিন হবে
এক গুচ্ছ গোলাপ দিবো তোমার হাতে
এক গুচ্ছ গোলাপ।
ভেবো না খোপায় বেলিফুলের মালাও দিবো
অপূর্ব লাগবে তোমায়, বিশ্বাস কর
লাল গোলাপ, সাদা বেলিফুল, আর নীল শাড়ী।
সাথে কাচা বেলির গন্ধ
বিশ্বাস কর অপূর্ব লাগবে তোমায়।
বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে
আমার প্রিয় সোডিয়াম আলো জ্বলবে
আমরা হটব হাত ধরে এই তিলোত্তমা জুড়ে
আর খুব আস্তে তোমার কানে বলব
ভালবাসি নিয়ন আলো, ভালবাসি তোমায়

Friday, December 2, 2016

২২শে নভেম্বর

আমি ফেরত চাইছিনা আমার সেই সোনালি দিনগুলি
বলছি না ফিরিয়ে দে হাজারো রঙিন স্বপ্ন
ছেড়ে আসতে বলছিনা সব বাধন
আমি জানি তুই আসবি না।
শুধু বলব অনেক ভাল থাক আমায় ছড়া
জানি পারবি না ভুলে যেতে
আমার দেয়া দুঃসহ কষ্টগুলো
জানি ভুলতে পারবিনা 
আমার দেয়া মিথ্যে প্রতিশ্রুতি
জানি আমি মিথ্যুক আমি কাপুরুষ
তোকে ছিনিয়ে নিতে পারবোনা রক্তের বাধন ভেঙে 
শুধু এইটুকু চাইবো আমি তোর কাছে
যদি পারিস মুছে দিস
তোর জিবনের ক্যালেন্ডারের পাতা থেকে
সেই ২২ শে নভেম্বর।
জানি যোগ্যতায় আমি তোর অনেক নিচে
হয়তো তাকানোও অযোগ্যতা আমার
তবুও কেন জানি না দুঃসাহসে
জড়িয়েছিলাম তুমায়
আমার এই ক্ষুদ্র জিবনে।
যদি পারিস ক্ষমা করিস
আর ভুলে যাস ২২ শে নভেম্বর 

Friday, September 30, 2016

নিয়ন আলোর গল্প

রাস্তার ওই নিয়ন আলোর ফাকে
হলদেটে আবছা ছায়ায় খুজে ফিরি
খুজে ফিরি ল্যাম্পপোস্ট এর পাশের আধারি মাড়িয়ে
খুজে ফিরি বিবর্ণ হয়ে যাওয়া
আমার টিশার্ট এর রঙ এ
আজ আমার টিশার্ট মলিন
আজ বর্ণিল স্বপ্ন গুলো ধুসর
ধুসর আমার বাস্তবতা।  
তোর মনে আছে?
সেদিন তুই আর আমি রিকশায় বসে
তোর হাতটা আমার হাতে বন্দী
বলেছিলি আমার হবি
বিশ্বাস কর আজো সেই ল্যাম্পপোস্ট আছে
আছে সেই ধুসর রঙা  আলো
আজো সেই পথে রিকশা ছুটে যায়
আজো ছোট্ট মেয়ে গুলো হাতে ফুল নিয়ে ঘুরে বেরায়
আজো সেই আগের মতই দিন গুলি কেটে যায়
বয়ে চলে সময় তার নিজ গতিতে
যেমন টা চলছে ছুটে এই স্বার্থপর শহর
আমিও অবিরাম হেটে চলেছি এই পথে 
সবই আছে ঠিক তেমন, যেমনটা তুই থাকতে ছিল
শুধু ধুসর হয়ে গেছে মিলিয়ে যাচ্ছে আমার রঙিন স্বপ্ন গুলি
নিয়ন আলো দুমড়ে মলিন করে দিচ্ছে আমার তোকে
জানি ভাল নেই তুই
 আর আমি???
 ওইযে নিয়ন আলো। তোর বিস্ময় ভরা নিয়ন আলো

Tuesday, August 30, 2016

এলকোহল ২

হাজারো তিক্ত উত্তপ্ততায় ভরা আজ আমি এলকোহলিক
নেশাতুর আমার এই চোখ দুটি খুজে ফেরে তুমায়
কোন অশ্রাব্যতায় নয়, শত সহস্র ভালবাসায়
হৃদয় কুঠিরে তুমার বসবাস
তুমার তরেই উতসর্গ আমার নিশ্বাস