Monday, October 5, 2020

বাংলাদেশ

সত্যি কথা সর্বদা বলতে নেই
 বলতে নেই তুমি নির্লজ্জ এক পতাকা
কলংকিত এক মানচিত্র
শকুনেরা ছিড়ে খুবলে খাচ্ছে
উন্মত্ব হায়েনার দল ছুটছে
পিশাচেরা নিমজ্জিত রক্তের হলি খেলায়
বিচারক আজ অন্ধ
 বলতে নেই তুমি ব্যার্থ
 যদি বল তবে হয়ে যাবে কোন এক সংবাদের শিরোনাম মাত্র
কে এই তুমি?? 
তুমিই কি বাংলাদেশ?