Sunday, July 14, 2019

তুমি আসবে বলে

অবিরাম অন্তহীন ছুটে চলেছি
ভ্যালেত্তা থেকে রোম
সিস্টাইন চ্যাপেল থেকে কোলসিয়াম
আটলান্টিকের পাড় ঘেষে ছুটে চলেছি
প্যারিস মাড়িয়ে বার্লিনের পথে
ছুটে চলেছি মাদ্রিদ হয়ে প্রাগ, স্টকহোম
ধবধবে সাদা এল ই ডি বাতি শহরের আনাচে-কানাচে
হলদেটে নিয়ন বাতি হারিয়েছে সোডিয়ামের স্রোতে
বিলুপ্তপ্রায় রাতের জোনাকির আলো
শত বর্ষী ভ্যাটিকান, ভেনিস দাঁড়িয়ে আছে সমহীমায়
রোমিও- জুলিয়েটের শহর ভেরোনা
দাঁড়িয়ে আছে অপার ভালবাসায়
শুধু একা তুমি বসে আছো
হাজার মাইল দূরের আমার তিলোত্তমা ঢাকায়।
জানো? শুধু তোমার শোকে শুকিয়ে যাচ্ছে সুইজারল্যান্ডের স্বচ্ছ পানির লেক
আবেশহীন হয়ে যাচ্ছে সাদা বরফে ঢাকা পাহাড়
সবাই দাঁড়িয়ে আছে তোমার ছোয়া পেতে
তুমি আসবে বলে,  তোমার অপেক্ষায়।